ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

গাজীপুর: শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। শনিবারের মধ্যে তাকে বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন রিপা নামের ওই প্রেমিকা।



রিপা (১৮) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আলী আকবরের মেয়ে এবং শ্রীপুর পৌর এলাকার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শুক্রবার (১৩ নভেম্বর) কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক সাব্বির রহমানের বাড়িতে অবস্থান নিয়ে অনশনে বসেন প্রেমিকা রিপা।

সাব্বির রহমান ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টে (পিওএম) পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তার পিতার নাম বিল্লাল হোসেন।

রিপা আক্তার জানান, ২০১০ সালে পরিচয়ের পর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে মেলামেশা করে আসছিলো সাব্বির।

সম্প্রতি তিনি তাকে বিয়ের জন্য চাপ দিলে বাড়ি নির্মাণের কাজ শেষ করে বিয়ে করবে বলে তাকে আশ্বস্ত করে সাব্বির। কিন্তু ৭ নভেম্বরের পর থেকে সাব্বির তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়ের জন্য ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাব্বিরের বাবাকে জানালে তিনি বিষয়টি নিয়ে শুক্রবার (১৩নভেম্বর) বসবেন বলে তাদেরকে জানান।

এর মধ্যে সাব্বিরের অন্যত্র বিয়ে করার খবর শুনে শুক্রবার সকাল থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি (রিপা)। এছাড়া শনিবারের মধ্যে সাব্বির তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান রিপা। এ ব্যাপারে সাব্বিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রাশিদ জানান, রিপা ও তার পরিবারের লোকজন সাব্বিরের সাথে ওই মেয়ের ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে আমাকে জানিয়েছে। । পরে বিষয়টি নিয়ে সাব্বিরের বাবার সাথে কথা বললে তিনি ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং বিষয়টি অস্বীকার করেন।

ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আফাজ উদ্দিন জানান, এ বিষয়ে গত তিনদিন আগে স্থানীয় মুরুব্বিদের নিয়ে  সাব্বিরের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয়ভাবে বসে মীমাংসার আশ্বাস দেন। কিন্তু আজ সকালে সাব্বিরদের বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।