ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সেনবাগে অপহৃত মাদ্রাসাছাত্রী ঢাকায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, নভেম্বর ১৩, ২০১৫
সেনবাগে অপহৃত মাদ্রাসাছাত্রী ঢাকায় উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপহৃত এক  মাদ্রাসাছাত্রীকে (১২) অপহরণের এক মাস তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় হারুনুর রশিদ হারুন (২৭) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

হারুন কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের কালা মিয়া মুন্সি বাড়ির দাইয়া মিয়ার ছেলে।

সেনবাগ থানা পুলিশ জানায়, ১০ অক্টোবর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে মোল্লার টেক এলাকা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে হারুন তার সহযোগীরা। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলার পরপরই সেনবাগ থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মাদ্রাসাছাত্রী উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।