ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে আগুনে পুড়ে গেছে ৭ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
সোনাইমুড়ীতে আগুনে পুড়ে গেছে ৭ দোকান

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার থানারহাট বাজারে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের থানারহাট বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে থানারহাট বাজারে একটি দোকানে আগুন লাগে। আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই আগুনে বাজারের ইসলাম জুয়েলার্স, মুন্সি জুয়েলার্স, তাজুল ইসলামের গার্মেন্টস, তোফাজ্জলের টিনের দোকান, আব্দুর রবের চা দোকান, ভূঁইয়া স্টোর ও বাসারের মুদি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম বাংলানিউজকে জানান, আগুনে সাতটি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাখায়েত উল্লা বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।