ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিগ্রহের অভিযোগ করে চাকরিচ্যুত নারী শ্রমিক, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
নিগ্রহের অভিযোগ করে চাকরিচ্যুত নারী শ্রমিক, প্রতিবাদে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগ তুলে চাকরিচ্যুত হয়েছেন এক নারী শ্রমিক। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা।


 
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় শিল্পাঞ্চলের কয়েক’শ শ্রমিক।

গত ১ নভেম্বর আশুলিয়ার জামগড়ায় ডেকো ডিজাইন লিমিটেডের পোশাক কারখানার ওই নারী শ্রমিককে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানটির ফিনিশিং ম্যানেজার মো. হান্নান। এ বিষয়ে অভিযোগ করলে ওই নারী শ্রমিককে মৌখিকভাবে চাকরিচ্যুত করা হয়।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শ্রমিকরা সকল কারখানায় নারীদের নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শ্রমিক ছাঁটাইয়ের কড়া প্রতিবাদ জানান।

মানববন্ধনকারীরা শিল্পাঞ্চলে কর্মরত পুরুষ ও নারী শ্রমিকদের মধ্যে বৈষম্য না করে তাদের সমান সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি জানান।

শ্রমিকরা অভিযোগ তোলেন, গত ১ নভেম্বর ডেকো ডিজাইন লিমিটেডের পোশাক কারখানার ওই নারী শ্রমিককে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানটির ফিনিশিং ম্যানেজার মো. মান্নান। এ বিষয়ে মান্নানের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারী শ্রমিক। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করা হলে মান্নানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো নাছরিনকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন নিরাপত্তাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।