ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অম্বিকাপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে মাচ্চর ইউনিয়ন একাদশ জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে  ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।



ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিজয়ী দলে মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় রানারআপ দলকে পুরস্কার তুলে দেন, ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সাপ্তাহিক এই সময় ও ঢাকা টাইম্স২৪ডটকমের সম্পাদক আরিফুর রহমান।

খেলা দেখতে দুপুর থেকে স্টেডিয়ামের চারপাশের গ্যালারি দর্শকে ভরে যায়। খেলার দ্বিতীয়ার্ধে মাচ্চর ইউনিয়ন একাদশ একটি গোল করে দলকে বিজয়ী করে।

বিজয়ী দলকে ১ লাখ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হয়। এছাড়াও রানারআপ দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ ট্রফি দেওয়া হয়।

১৬ অক্টোবর থেকে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে এ গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়। এ টুনামেন্টে ১২টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।