ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ তিনজনের মধ্যে আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে ওয়ারি এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, রান্না ঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে গৃহকর্তা আলমগীর হোসেন (৬০) তার স্ত্রী হোসনে আরা (৪৮) ও মেয়ে সামলীলা আলম ত্রপী (১৯) দগ্ধ হয়।
আলমগীর হোসেনের শরীরের ৯৮ ভাগ ও তার মেয়ে ত্রপীর শরীরের ৬০ ভাগ করে পুড়ে যায়।
তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫