বরিশাল: বরিশাল শহরতলীর তালতলিতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় জেলেদের ৩টি নৌকাও জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে তালতলি সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ অভিযান চালানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ১ নভেম্বর থেকে ৮ মাসের জন্য জাটকা ধরা ও বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চলছে।
কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি এ জাটকা ধরে বিক্রির জন্য তালতলী বাজারে নৌকায় করে নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সকাল ৬টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফের নেতৃত্বে জেলা মৎস বিভাগ ও নৌ-পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়।
এসময় ৩টি নৌকাসহ ১৫ মণ জাটকা জব্দ ও ২ জনকে আটক করা হয়। আটক ২ জনকে বরিশাল নৌ পুলিশের ফাঁড়িতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।
এদিকে সকাল ১০টায় কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে জাটকাগুলো বরিশাল কেন্দ্রীয় কারাগার, শিশু সদনসহ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএইচ