ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, নভেম্বর ১৪, ২০১৫
ফেনীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে পিসি বণিক  (৬২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন৷

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন সহদেবপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

পিসি বণিক শহরের মাস্টার পাড়া সহদেবপুর এলাকার বাসিন্দা৷ তিনি ফেনীর ট্রাংক রোডের জননী মেডিকেল নামে একটি প্রতিষ্ঠানে হৃদরোগ চিকিৎসক হিসেবে কাজ করতেন।

ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন পিসি বণিক।

এসময় চট্টগ্রামগামী তূর্ণা-নিশিথা ট্রেন এলে তিনি দ্রুত রেললাইন থেকে নামতে গিয়ে পাথরে পিছলে লাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে রেলওয়ে পলিশ মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।