ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে লেগুনা চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, নভেম্বর ১৪, ২০১৫
গাজীপুরে লেগুনা চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে লেগুনা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তাওহীদ (০৪) নামে ওই শিশু কালীগঞ্জ উপজেলার মুনছেদপুর এলাকার জিতু মিয়ার ছেলে।



শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল পৌনে ৮টার দিকে বাড়ির পাশে কালীগঞ্জ বাজার সড়ক পার হচ্ছিল তাওহীদ। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে তাওহীদ মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায় বলেও জানান এসআই আজিজুর।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্ত‍ান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।