ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আহত অজ্ঞান তরুণের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, নভেম্বর ১৪, ২০১৫
আহত অজ্ঞান তরুণের ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর রমনায় অজ্ঞান অবস্থায় উদ্ধার তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণের মৃত্যু হয়।



রমনা থানার উপ-পরিদর্শক (এস আই)  শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ নভেম্বর রাত ২টার দিকে রাজধানীর হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীত রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এস আই শরীফুল ইসলাম বলেন, ‘শুনেছি মৃত ব্যক্তি ওইদিন বাস থেকে নামার সময় এর ধাক্কায় আহত হন। পরে  পথচারীরা ফুটপাতে নিয়ে এলে তিনি বমি করেন। এরপর অজ্ঞান হয়ে যান তিনি। ’

মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।