ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিধি না হওয়া পর্যন্ত পৌর নির্বাচন নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিধি না হওয়া পর্যন্ত পৌর নির্বাচন নয় নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ

সাভার (ঢাকা): বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না। বিধি হলেই তফসিল ঘোষণা করা হবে।



শনিবার (১৪ নভেম্বর) সকালে সাভার উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, কোনো কর্মকর্তা মাঠে গিয়ে যদি কাজ না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ সময় মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করারও আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।