ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মাদকসেবীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, নভেম্বর ১৪, ২০১৫
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মাদকসেবীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচর থানার লোহার ব্রিজ এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে একব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন  (৩২) নামে ওই মাদকসেবীর মৃত্যু হয়।



ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগী রুম্মন ও জনি জানান, তিনজনই ওই এলাকার জাগরণ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। তবে তারা দুইজন এখন কিছুটা সুস্থ।

সকালে হঠাৎ অসুস্থবোধ করলে মামুনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সেন্টু চন্দ্র দাশ বলেন, ‘মৃত্যুটি অস্বাভাবিক মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।