ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: প্রতিবন্ধীদের নিজের সন্তান মনে করে তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহাজান খান।

শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

 

মন্ত্রী বলেন, আমি মনে করি প্রতিবন্ধীরা আমার নিজের সন্তান। সমাজের প্রত্যেক মানুষকে প্রতিবন্ধী শিশুদের নিজের সন্তান মনে করে তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে। তাহলে প্রতিবন্ধীরা আগামী দিনে এদেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সাতক্ষীরা পৌরসভার মেয়র এম এ জলিল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসিন আলী, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, খুলনা বিভাগীয় সাংস্কৃতিক ও ক্রীড়া উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম বাবলা।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।