ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালে ধসে পড়লো টিনশেড মসজিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
খালে ধসে পড়লো টিনশেড মসজিদ

ঢাকা: রাজধানীর মুগদা থানায় ওয়াসার পাইপ লাইনের জন্য খনন করা ড্রেনে একটি টিনশেড মসজিদ ধসে পড়েছে। একই সঙ্গে ভেঙে পড়েছে একটি টিনের তৈরি টঙ দোকানও।



শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ দক্ষিণ মুগদার তারা চাঁদ বায়তুল হক জামে মসজিদটি (প্লট নম্বর- ১/২৭/জে/৩) ধসে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খালের পাশে ওয়াসার একটি প্রকল্পের খনন কাজ চলছিল। রাতে হঠাৎ করে ২৫ থেকে ৩০ ফুট গভীরে পাশের টিনশেড মসজিদটি ধসে পড়ে।

শনিবার থানায় এ বিষয়ে স্থানীয় একব্যক্তি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান তিনি।

স্থানীয় লোকজন জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওই এলাকায় ওয়াসার একটি প্রকল্পটির নির্মাণ কাজ চলছিল। এর ঠিকাদার হচ্ছেন মো. গিয়াস উদ্দীন ও মাঈন উদ্দীন।

স্থানীয় বাসিন্দা সাবের হোসেন বাংলানিউজকে জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই এখানে খনন কাজ করছিলেন ঠিকাদার। তাই পাশের মসজিদ ও টঙ দোকানটি ধসে পড়েছে।

দিনে কিংবা জনসাধারণ চলাচল করছে এমন সময় ঘটনাটি ঘটলে বহু মানুষ হতাহত হতেন বলে আশঙ্কা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এনএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।