ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজার-৩ উপ নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, নভেম্বর ১৪, ২০১৫
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসীনকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী সুহেল আহমদ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।


 
এসময় উপস্থিত ছিলেন, হাফেজ খোকন আহমদ ও জাহাঙ্গীর হোসেন। ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২২ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন।

১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।