ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সংসদ সমস্য শামীম ওসমানের ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর হোসেনের ফোনালাপের সম্পৃক্ততা পাওয়া যায়নি। যদি ফোনালাপের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে (নূর হোসেন) পুলিশ-র্যাব-বিজিবিসহ যৌথ বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারত।
প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেন, সারা পৃথিবীতেই অস্থিরতা চলছে, তার ছিঁটেফোটা বাংলাদেশেও রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএমএ/এমএ