কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক এস এস আবু হোরায়রার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গর্ভনেন্স প্রজেক্টের সহায়তায় দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালাটি পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন ও উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার।
কর্মশালা শেষে জেলার ৯ উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়। এসময় সব উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/