রাজশাহী: নসিমন-করিমনসহ অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী এ ঘোষণা দেন।
মাহাতাব বাংলানিউজকে জানান, স্থানীয় প্রশাসন এর আগে কয়েক দফা সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও, কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই তাদেরকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলো।
তিনি বলেন, আলটিমেটামের সময় পার হয়ে গেলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই দাবি আদায়ে রোববার ভোর ৬টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএস/আরএইচএস/এসএস