গাজীপুর: গাজীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীদের অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ র্কমশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনিসুর রহমানের কর্মশালায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সত্যেন্দ্র কুমার সরকার, গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-প্রকল্প পরিচালক মো. উফতেখারুল ইসলাম, ট্রেনিং স্পেশালিস্ট একেএম নুরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী ও মিডিয়াকর্মীসহ ১শ ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, দেশে দারিদ্রসীমার নিচে ২৪ দশমিক ০৮ শতাংশ লোক বাস করছে। ২০২১ সালে তা নামিয়ে আনা হবে ১২ শতাংশে ও ২০৪১ সালে এ সংখ্যা হবে শূন্যের কোঠায়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এসএস