সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান শেখ (৩০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় দুই জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের পুকুরপাড় এলাকার নিউ বেঙ্গল অটো ব্রিকস লিমিটেড নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ট্রাকচালক রমজান শেখ শ্রীখোলা পূর্বপাড়ার শমেজ প্রামাণিকের ছেলে। আহতরা হলেন- উপজেলার বড়হর দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে জাফর সরকার ও রবিউল সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে ওই ইটভাটার ভেতরে স্তুপ করা মাটি সরাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় উপর দিয়ে টানানো বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ইটভাটা শ্রমিক জাফর সরকার ও রবিউল সরকার গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে স্থানীয় পূর্ণিমাগাতি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
কিছুক্ষণ পরই মাটি ভর্তি একটি ট্রাক ভাটার ভিতরে প্রবেশ করে। বিদ্যুৎ লাইনের তার না সরানো পর্যন্ত শ্রমিকরা ট্রাকের মাটি নামাতে অস্বীকার করেন। এতে ট্রাকচালক রমজান নিজেই ট্রাক থেকে মাটি নামানো চেষ্টা করেন। এ সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ বাংলানিউজকে বলেন, বিকেলে নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড