গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের দেওয়াল ধসে ও টিনের চাল ভেঙে চার শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী শাহানা, সাবানা, সাথী ও নাজমিন। এদের মধ্যে শাহানাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনটির অবস্থা একেবারেই জরাজীর্ণ। কিন্তু বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর স্থান সংকুলান না হওয়ায় ঝুঁকি নিয়েই পুরাতন ভবনে ক্লাস নেওয়া হয়। বিকেলে ক্লাস চলাকালে পশ্চিম পাশের দেয়াল ধসে যায় ও টিনের চাল ভেঙে পড়ে। এতে চার শিক্ষার্থী আহত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফয়জার রহমানের অভিযোগ, ভবনটি সংস্কারের ব্যাপারে একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজ হয়নি।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড