নোয়াখালী: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান ইন্দ্রপুর গ্রামের হেলালের বাড়ির হুমায়ূন কবির হেলালের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সোহানদের বসতঘর ও রান্না ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন চলে গেছে। কয়েকদিন থেকে লাইনের একটি তার তাদের ঘরের চালের সঙ্গে লেগে ছিল। শুক্রবার বিদ্যুৎ বিভাগের কর্মীরা গাছের ডাল কাটতে এলে বিষয়টি তাদের অবগত করা হয়। পরে লোক পাঠিয়ে তা ঠিক করে দেওয়া হবে বলে জানায় তারা।
শনিবার দুপুর ১২টার দিকে সোহান গোসল শেষে তাদের রান্নাঘর ও বাহিরে গাছের সঙ্গে লাগানো একটি তারে কাপড় দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তারা মা, বোনসহ আরও চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথে সোহানের মৃত্যু হয়।
এ ঘটনার পর কবিরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জয়নব রিতু ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কবিরহাট পল্লী বিদ্যুৎ অফিসের টেকনেশিয়ান আমান উল্লা বাংলানিউজকে বলেন, ঘরের সঙ্গে বিদ্যুতের তার লেগে থাকার বিষয়ে কেউ অফিসে অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড