পিরোজপুর: পিরোজপুরের কাউখালী থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে চার দিন পর যশোরের কেশবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের চাচা বাড়িতে যাবার পথে পিরোজপুর সদরের বরকত সরদারের ছেলে আজিম সরদারসহ চারজন দু’টি মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যায়। পর দিন সকালে আসামিরা ওই ছাত্রীর প্রবাসী বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কাউখালী থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শনিবার যশোরের কেশবপুর উপজেলার কলেজ এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আজিম সরদারকে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন স্কুলছাত্রী উদ্ধার ও একজন গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড