আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে চার দিনব্যাপী কার্তিকায় যজ্ঞ উৎসব শুরু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শত শত সনাতন ধর্মালম্বী উপবাসী মঙ্গল কামনায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করে প্রার্থনায় বসেন।
উৎসব উপলক্ষে মহাশ্মশান হাজারো ভক্তের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে।
আখাউড়া লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের সভাপতি হীরা লাল সাহা বাংলানিউজকে বলেন, ভক্তদের মধ্যে শাকান্ন প্রসাদ বিতরণ শেষে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হবে। পরদিন ব্রাহ্ম মুহূর্ত হইতে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হবে। ১৮ নভেম্বর বিকেল ৪টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সেবাশ্রমে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড