ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ কম্বল অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ কম্বল অনুদান ফাইল ফটো

ঢাকা: শীতে অসহায় মানুষকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই লাখ কম্বল অনুদান দিয়েছে দু’টি বেসরকারি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান।
 
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা কম্বল হস্তান্তর করেন।


 
ইউনিয়ন ব্যাংক লিমিটেড ১ লাখ কম্বল, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এবং রিলায়েন্স ফাইন্যান্স ব্যাংক ৫০ হাজার করে কম্বল অনুদান দিয়েছে।

এ সময় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।
 
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।