ঢাকা: রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে কামরুল নাহার লাকী (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় কাফরুলের পূর্ব শেওড়াপাড়ার ১০০০/৭ এর ১/বি বাসার নিচতলা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামরুল নাহারের বাড়ি জামালপুরের গাবের গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে ওই বাসায় গিয়ে নিচতলার একটি কক্ষে লাকীর মরদেহটি পাওয়া যায়। মা ও ভাইয়ের সঙ্গে ওই বাসায় তিনি বসবাস করতেন।
এসআই আরো জানান, ঘরটি ভেতর থেকে তালা লাগানো ছিলো। পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। মরদেহটি ঘরের মেঝে পড়া ছিল।
এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে এসআই তোফায়েল জানান, শনিবার বিকেলে লাকী অসুস্থবোধ করছে বলে পরিবারকে জানিয়েছিলেন। এরপর থেকে ওই কক্ষের দরজা বন্ধ করলে তা আর খোলেন নি।
এদিকে, লাকীর মরদেহ উদ্ধার করে রাত ৩টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এজেডএস/এসজেএ/জেডএস