ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামালপুরে নবান্ন উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, নভেম্বর ১৫, ২০১৫
জামালপুরে নবান্ন উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাহারি পিঠা-পুলির পসরা নিয়ে জামালপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।

রোববার(১৫ নভেম্বর) দুপুর থেকে পিঠা উৎসব শুরু হয়ে চলবে রাত পর্যন্ত।



জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত নবান্ন উৎসবের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সহধর্মিনী ফাহমিদা ইয়াসমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনোয়ার হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম ছানা ও সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।

নবান্ন উৎসব উদযাপনে শহীদ মিনার চত্বরে স্থাপন করা হয় ২০টি অস্থায়ী স্টল। এসব স্টলে জেলা শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাহারি পিঠা-পুলির পসরা বসানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।