ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, নভেম্বর ১৫, ২০১৫
ধুনটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিটল সরকার (৩৫) নামে এক মাদক ব্যবসয়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।



বিটল সরকার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মাদ বাংলানিউজকে জানান, বিটল সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।