ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সালথায় মাইক্রোবাস চাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, নভেম্বর ১৫, ২০১৫
সালথায় মাইক্রোবাস চাপায় নারী নিহত

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় মাইক্রোবাসের চাপায় হালিমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।


 
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবর্দ্বী বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা চন্ডীবর্দ্বী গ্রামের আলমগী শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী (ঢাকা মেট্রো-ফ-১১-০৯১৮) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্ডবর্দ্বী বাসস্ট্যান্ডের আব্দুর রবের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে বসে থাকা ১২ জন ক্রেতা আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।