ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, নভেম্বর ১৫, ২০১৫
চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।



অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-নতুন বাজারের নারায়ণ স্টোর, শান্তা সু-স্টোর ও মা ইলেক্ট্রনিক্স।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে নতুন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে নারায়ণ স্টোরকে ৩৫ হাজার ও শান্তা সু-স্টোরকে (এ দু’টি দোকানে চকলেটসহ বিভিন্ন খাবারও বিক্রি করা হয়) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মা ইলেক্ট্রনিক্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বাংলানিউজকে জানান, একই অপরাধে এক মাস আগেও একবার নারায়ণ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তী অভিযানে কোনো অনিয়ম পেলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।

ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।