ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে নবান্ন উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, নভেম্বর ১৫, ২০১৫
বান্দরবানে নবান্ন উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
 
এসময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্পণা বৈদ্য ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা শাখার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, শিশু সমাবেশ, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।