ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনায় সিডর দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, নভেম্বর ১৫, ২০১৫
বরগুনায় সিডর দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: সিডরের আট বছর পূর্তি উপলক্ষে বরগুনায় শোক র‌্যালি, স্মরণ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার গর্জন বুনিয়া সিডর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।  
 
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতাকর্মীরা।
 
বরগুনা প্রেসক্লাব ও  শিক্ষা নেটওয়ার্কের আয়োজনে বিভিন্ন উন্নয়ন সংগঠনের সহযোগিতায়  দিবসটি পালন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।