ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৪ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৪ শিক্ষার্থী

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠান আগামী বছরের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শাপলা) অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬৪ জন শিক্ষার্থীর হাতে পদক তুলে  দেবেন।



দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনুষদে ২০১১ ও ২০১২ সালে প্রথম স্থান অর্জনকারী এসব শিক্ষার্থীকে পদক দেওয়া হবে বলে জানান ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ।

ইউজিসি সূত্র জানায়, ২০১১ সালের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন এবং ২০১২ সালে ১৮টি বিশ্ববিদ্যালয়ের ৯২ জনসহ মোট ১৬৪ জন শিক্ষার্থীকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

পদকপ্রাপ্তরা সবাই বছরে ৯ হাজার ও এককালীন ১৫ হাজার টাকা ছাড়াও স্বর্ণপদক বাবদ ৪৫ হাজার টাকা পাবেন। প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেবেন। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।