ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ২ অস্ত্র ব্যবসায়ী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
যশোরে ২ অস্ত্র ব্যবসায়ী কারাগারে ছবি: প্রতীকী

যশোর: যশোরে দুই অস্ত্র ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।



তারা হলেন-যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়ার মনিরুজ্জামানের ছেলে ইয়াসিন আরাফাত (২৫) ও শংকরপুর আশ্রম রোডের আব্দুল আলিমের ছেলে আমজাদ হোসেন আকাশ (২৫)।

যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার সকালে বেজপাড়ায় অভিযান চালিয়ে ইয়াসিন ও আমজাদকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে দু’টি পিস্তল, ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও চারটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী বাংলানিউজকে জানান, ইয়াসিন ও আমজাদ এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। এর আগে একাধিকবার তারা অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন। ইয়াসিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।