ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে খাবার তৈরির দু’টি ও ওষুধ তৈরির একটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরতলী শিকারিকান্দা ও নগরীর মাসকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বাংলানিউজকে জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার অনুপযোগী পুরনো তেল ব্যবহার করে কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে শহরতলী শিকারিকান্দা এলাকার লাজিজ ফুড অ্যান্ড ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর বিসিক শিল্প নগরীর ফাস্ট ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) চিনির বদলে স্যাকারিন ব্যবহার করে ওষুধ তৈরি, ভাঙাড়ি দোকান থেকে অপরিস্কার বোতল কিনে ওষুধ প্রক্রিয়াজতকরণ, ক্যাপসুলের মালামাল নিজেরা তৈরি না করে অন্য জায়গা থেকে এনে নিজেদের নামে ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মনিকা ফুড অ্যান্ড ফ্যাক্টরি কেক তৈরিতে কৃত্রিম রঙ ব্যবহার করার অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময় ১৯২৮ ঘণ্টা নভেম্বর ১৫, ২০১৫
আরএ