কুষ্টিয়া: কুষ্টিয়া বিসিক শিল্পনগরী এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ওই নবজাতককে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ভোরে মহাসড়কের পাশে রক্তের ছাপ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় তারা মহাসড়কের পাশে একটি দোকানের পেছনের ওই নবজাতককে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লাভলু, নৈশপ্রহরী রেজাউল ও আনোয়ারা বেগম নামে এক নারীর সহায়তায় নবজাতককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টার দিকে কয়েকজন লোক ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসে। পরে শিশু বিশেষজ্ঞ ডা. আইয়ুব আলীর তত্বাবধানে ওই নবজাতককে চিকিৎসা দেওয়া হয়।
শিশু বিশেষজ্ঞ ডা. আইয়ুব আলী বাংলানিউজকে বলেন, নবজাতক শিশুটির ওজন দুই পাউন্ডের মতো। তার ঠান্ডাজনিত সমস্যা রয়েছে।
পরে, বিকেলে আল আমিন নামে এক ব্যক্তি ওই নবজাতকের দায়িত্ব নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/এমজেড