মাগুরা: ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা শহরের বাটিকাডাঙ্গায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রোস্তম আলীসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী আলহাজ মতিউর রহমান রহমান শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং দূরদূরান্ত থেকে উৎসবে অংশ নিতে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি মাগুরায় যুগ যুগ ধরে চলে আসা সার্বজনীন এই উৎসবে সব ধর্মের মানুষের সহাবস্থান দেখে অভিভূত হন।
লাখ লাখ দর্শনার্থীর শান্তিপূর্ণ অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে করে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের প্রতি সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
গত ১৭ নভেম্বর থেকে মাগুরায় ৭০টি পূজা মণ্ডপে কাত্যায়নী পূজা এবং এটিকে ঘিরে সার্বজনীন উৎসব চলছে। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ দর্শনার্থীরা প্রতিদিনই অংশ নিচ্ছেন। ২১ নভেম্বর দশমীর মধ্য দিয়ে কাত্যায়নী পূজা শেষ হলেও এ উপলক্ষে আয়োজিত মেলা ও উৎসব চলবে আরো দশদিন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি