ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে হলে সমস্যা বাড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, নভেম্বর ১৯, ২০১৫
স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে হলে সমস্যা বাড়বে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: দলীয় ভিত্তিতে নির্বাচন হলে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশ সংকট ও বিপর্যয়ের দিকে যাবে।

এর ফলে মনোনয়ন বাণিজ্য, সন্ত্রাস ও পেশী শক্তির ব্যবহার হবে। বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরপাকড় হবে।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা এমনিতেই নানাবিধ সমস্যায় জর্জরিত। দলীয় ভিত্তিতে নির্বাচন হলে সমস্যা আরও ঘনিভূত হবে। এছাড়া মেয়র এবং চেয়ারম্যান দলীয় ভিত্তিতে হবে আবার কাউন্সিলর ও মেম্বর পদের জন্য দলীয় প্রতীক ব্যবহার হবে না। একই বিষয়ে দুই নিয়ম হওয়া মানে জগাখিঁচুড়ি তৈরী হবে। এটা দেশের মানুষ সমর্থন করে না।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া অফিসের উদ্যোগে গাংনী অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সু শাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, দিলরুবা সুলতানা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, মনিরুজ্জামান আতু, দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ যশোর অঞ্চলের সমন্বয়ক খোরশেদ আলম ও গাংনী অঞ্চলের সমন্বয়ক হেলাল উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।