মেহেরপুর: দলীয় ভিত্তিতে নির্বাচন হলে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশ সংকট ও বিপর্যয়ের দিকে যাবে।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, আমরা এমনিতেই নানাবিধ সমস্যায় জর্জরিত। দলীয় ভিত্তিতে নির্বাচন হলে সমস্যা আরও ঘনিভূত হবে। এছাড়া মেয়র এবং চেয়ারম্যান দলীয় ভিত্তিতে হবে আবার কাউন্সিলর ও মেম্বর পদের জন্য দলীয় প্রতীক ব্যবহার হবে না। একই বিষয়ে দুই নিয়ম হওয়া মানে জগাখিঁচুড়ি তৈরী হবে। এটা দেশের মানুষ সমর্থন করে না।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া অফিসের উদ্যোগে গাংনী অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সু শাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, দিলরুবা সুলতানা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, মনিরুজ্জামান আতু, দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ যশোর অঞ্চলের সমন্বয়ক খোরশেদ আলম ও গাংনী অঞ্চলের সমন্বয়ক হেলাল উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি