চাঁপাইনবাবগঞ্জ: রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরীয়ার কবীর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, দুইদিনের রিমান্ডে তারা এ হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শালবন শাহীপাড়া এলাকার মো. হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন, একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন রুবেল ওরফে কালা রুবেল এবং একই থানার শালবন এলাকার বাবলু চন্দ্র বর্মণের ছেলে কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, র্যাবের দায়ের করা পৃথক দুটি অস্ত্র মামলার রিমান্ডে ওই তিনজনকে অস্ত্র মামলার পাশাপাশি রংপুরে হোসি কুনিও হত্যার ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ব্যাপারে তারা বেশকিছু তথ্যও পুলিশকে দিয়েছে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে, তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। আপাতত নতুন করেও কোনো রিমান্ড আবেদন করা হবে না। তবে, তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর প্রয়োজন হলে পরবর্তীতে আবারও রিমান্ডের আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি/