ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেহাল রাস্তা সংস্কার করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বেহাল রাস্তা সংস্কার করলো পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারই নয়, জনকল্যাণেও নানা ‍কাজ করে থাকে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমনই চিত্রের দেখা মিললো রাজধানীর সাতরাস্তা-হাতিরঝিল এলাকায়।



এদিন সাতরাস্তা-হাতিরঝিল সংযোগ সড়কের বেহাল অংশের সংস্কার করতে দেখা যায় তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন পুলিশ সদস্যদের।

সাতরাস্তা-হাতিরঝিল রাস্তাটি পানি, কাদা আর গর্তের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। পথচারী থেকে এলাকাবাসীর ভোগান্তির শেষ ছিল না। এসব যন্ত্রণা থেকে মুক্তি দিতে রাস্তাটি সংস্কারের এ উদ্যোগ নেয় পুলিশ।

রাস্তাটি সংস্কারে এই জোনের পুলিশ সদস্যরা নিজেরাই কাজে নামেন। এ কাজে সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা পালন করেন পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ।

তিনি ও পুলিশ সদস্যদের নিজ উদ্যোগে বৈদ্যুতিক মোটর কিনে রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

এরআগে কয়েক মাস ধরে রাস্তা সংস্কারের জন্য ইট, পাথর ও সুরকির ব্যবস্থা করে পুলিশ। এসব চারটি পিকআপ ভ্যানে করে শ্রমিক দিয়ে নিজেরা তদারকির ‍মাধ্যমে রাস্তা মেরামত করেন পুলিশ সদস্যরা।

পুলিশের এমন জনহিতকর কাজ দেখে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের মাসুম পাটোয়ারী নামে এক ব্যক্তিও এ কাজে অংশ নেন।

বেহাল এ রাস্তাটি সংস্কারের কারণে এখন অনায়াসে এ পথ দিয়ে কয়েকটি যান একসঙ্গে চলাচল করতে পারে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআইকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।