হিলি (দিনাজপুর): অবৈধপথে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি তিন কিশোর।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন ওই তিন কিশোরকে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
জাস্ট্রিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইনামুল হক, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, ভারতের দক্ষিণ দিনাজপুরের চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরুজ দাশ, জাস্টিস অ্যান্ড কেয়ারের বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবী সমিতি দিনাজপুরের কো-অর্ডিনেটর আবু সায়েম উপস্থিত ছিলেন।
ফেরত আসা কিশোররা হলেন- শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের মৃত ছাব্বির রহমানের ছেলে মাহাবুর রহমান (১৫), বগুড়া জেলার গাবতলী উপজেলার পীরগাছা গ্রামের সূর্য চন্দ্র পালের ছেলে পরিমল চন্দ্র পাল (১৭) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের ছাইফুলের ছেলে বাদল (১২)। এরা ভারতের বালুরঘাট শোভায়ন হোমে যথাক্রমে এক বছর, ১১ মাস ও ৮ মাস মেয়াদে আটক ছিলো।
ফেরত আসা কিশোররা বলেন, কাজের সন্ধানে এবং ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে হিলি সীমান্ত এলাকা দিয়ে আমরা ভারতে যাই। এর পরে সেখান থেকে বাসে করে ভারতের অভ্যন্তরে যাওয়ার পথে বালুরঘাটের তিরমনীতে বিএসএফ সদস্যরা আমাদের আটক করে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বাংলানিউজকে বলেন, বাংলাদেশি তিন কিশোর অবৈধপথে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে ভারতের শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে আটক থাকার পর কারাভোগ শেষে ভারতের বিএসএফ তাদের ফেরত দেয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএ