ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা: শ্রীলংকার প্রধানমন্ত্রী রাণিল ভিক্রেমেসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান।

শুক্রবার (২০ নভেম্বর) কলোম্বোতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলম্বোতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’তে রাণিল ভিক্রেমেসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার।

সাক্ষাৎকালে শ্রীলংকার প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন হাই কমিশনার তারিক ‍আহসান।

এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, নৌপরিবহন, মৎস্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রসমূহের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এষিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে হাই কমিশনার সম্ভাবনাময় এ অঞ্চলের প্রবেশপথ হিসেবে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার নিবিঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

ইউনেস্কো-এর কার্য্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে শ্রীলংকার সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী।

একই সঙ্গে আঞ্চলিক প্রেক্ষাপটে ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং পরামর্শ-সংক্রান্ত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নিয়মিত অধিবেশন আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।