ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ফরিদগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শারামিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বালিথুবা ইউনিয়নের গাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


 
গৃহবধূ শারমিন আক্তার সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের হজরত আলীর মেয়ে।
 
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার পাইকদী গ্রামের হজরত আলীর মেয়ে শারমিনের সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মাসুদ গাজীর কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।  
 
বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে শারমিন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছে।  
 
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন শামিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
 
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।