ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সাক্ষাৎ পেতে আবেদন নিয়ে কারাগারের ফটকে অপেক্ষায় রয়েছেন তার দুই আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ও অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তারা ওই লিখিত আবেদনটি নিয়ে কারাফটকে গেলেও বিকেল ৫টা পর্যন্তও সেটি গ্রহণ করা হয়নি।
দুই আইনজীবী বাংলানিউজকে জানান, সাকা চৌধুরীর সাক্ষাৎ পেতে আবেদন নিয়ে কারাগারে এসেছেন তারা। জুমার পর কারাফটকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (ফটকের কারারক্ষীদের ইনচার্জ) আবেদনটি দিলে জানানো হয়, জেল সুপার নামাজে গেছেন। তিনি এলেই বিষয়টি জানানো হবে। তবে, ওই কর্মকর্তা আবেদনটি গ্রহণ করেননি। তারপর থেকে বিকেল ৪টা পর্যন্ত কারাফটকে বসে আছেন তারা।
হুজ্জাতুল ইসলাম ও জাকারিয়া ইসলাম জানান, তাদের আবেদনটি গ্রহণ করা হবে কি হবে না এ বিষয়েও কর্তৃপক্ষ কিছু বলছে না। এ কারণে তারা এখনও কারাফটকে বসে আছেন।
এদিকে একটি দায়িত্বশীল সূত্র দুপুরে জানায়, জুমার নামাজের পরপরই সাকা চৌধুরী ও আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না তা জানতে চাওয়া হবে। যদি প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি হয়ে যায় তাহলে রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।
** সাকার সাক্ষাৎ পেতে কারাফটকে আইনজীবী
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেডএস/এনএ/এসজেএ/এইচএ/