ঢাকা: প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি অনেকটা ঝুলিয়ে রেখেছেন যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না তারা।
সূত্র জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে প্রাণভিক্ষা চাইবেন না কিনা তা জানতে সাকা ও মুজাহিদের সঙ্গে দেখা করেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেছার আলম।
কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র জানায়, সিনিয়র জেল সুপার ও জেলার সাকা-মুজাহিদের সঙ্গে এক থেকে দেড় ঘণ্টার মতো এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু প্রাণভিক্ষা চাইবেন কিনা- তা স্পষ্ট করে কিছু বলেননি দু’জনই।
সূত্র আরও জানায়, প্রাণভিক্ষার বিষয়টি স্পষ্ট না করলেও পরিবার এবং তাদের আইনজীবীর মাধ্যমেই জানাতে চান বলে আভাস দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।
রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রটি।
** কারাফটকে এখনো অপেক্ষা সাকার ২ আইনজীবীর
** সাকার সাক্ষাৎ পেতে কারাফটকে আইনজীবী
** দুপুরের পরই প্রাণভিক্ষার জিজ্ঞাসা সাকা-মুজাহিদকে
** বিধান নেই তবুও মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** সাকার বাড়ি কিউসি রেসিডেন্সে নিস্তব্ধতা
** কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক
** অনুবাদ করে রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় পড়ে শোনানো হচ্ছে মুজাহিদ-সাকাকে
** মুজাহিদ-সাকার রিভিউ রায় কারাগারে
** কারাগারের পথে মুজাহিদ-সাকার রিভিউ রায়
** মুজাহিদ-সাকার রিভিউ রায় ট্রাইব্যুনালে
** মুজাহিদের রিভিউ রায়ও প্রকাশ
** সাকার রিভিউ রায় প্রকাশ
** বিচারপতিদের স্বাক্ষর, প্রকাশের প্রস্তুতি
** মুজাহিদ-সাকার রিভিউ রায় প্রকাশের প্রস্তুতি
** রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ
** শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** নিজেকে এখনও নির্দোষ দাবি করছেন মুজাহিদ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের
** মুজাহিদের সঙ্গে দেখা করলেন স্বজনরা
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসজেএ/এএ