ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর মেঘনায় আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চ বিকল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
চাঁদপুর মেঘনায় আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চ বিকল

চাঁদপুর: ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী এমভি ঈগল-২ নামে একটি যাত্রীবাহী লঞ্চ আড়ইশ যাত্রী নিয়ে মেঘনা নদীর লগ্গীমারার চর এলাকায় বিকল হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে এসে বিকেল সাড়ে ৪টার দিকে ওই চরে আটকে যায়।



চাঁদপুর নৌ টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বাংলানিউজকে জানান, লঞ্চটি বিকল হওয়ার পর কর্তৃপক্ষকে জানালে নারায়ণগঞ্জ থেকে এমভি আস্সালা নামে অপর যাত্রীবাহী লঞ্চ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।

ঈগল লঞ্চ ও যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে নিয়ে আসবেন বলে জানান তিনি।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আধাঘণ্টা আগে ঈগল লঞ্চের ইঞ্জিন বিকল হওয়ার সংবাদ জেনেছি। লঞ্চটি যাত্রীদের উদ্ধারের জন্য আরেকটি লঞ্চ কার্যক্রম চালাচ্ছে। যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।