ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ‘একটি বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে কথা বলতে চেয়েছেন’ বলে জানিয়েছেন তার দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরী।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাকা চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে হঠাৎ দেখা করতে এসে সাংবাদিকদের এ কথা জানান।
তারা বলেন, ‘দুপুর থেকে আমাদের আইনজীবীরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে অপেক্ষা করেছিলেন এখানে (কারাফটকে)। তাদের কথা বলার অনুমতি দেওয়া হয়নি। বাবা একটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কথা বলতে চেয়েছেন। আমরা সে সুযোগটি পেতে আবারও এসেছি। ’
তবে কী সেই ‘বড় সিদ্ধান্ত’ সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি হুম্মাম ও ফাইয়াজ।
মিনিট দশেক কারাফটকে অপেক্ষার পর কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় ফিরে যান সাকা চৌধুরীর ছেলে ও আইনজীবীরা। অবশ্য, শনিবার (২১ নভেম্বর) তারা আবারও সাক্ষাৎ করার আশায় আসবেন বলে জানান।
** সাকার সাক্ষাৎ পেতে কারাফটকে ছেলে-আইনজীবীরা
** সালাউদ্দিন কাদেরের সঙ্গে সাক্ষাতে পরিবারের সদস্যরা
** কারাফটকে এখনো অপেক্ষা সাকার ২ আইনজীবীর
** সাকার সাক্ষাৎ পেতে কারাফটকে আইনজীবী
** দুপুরের পরই প্রাণভিক্ষার জিজ্ঞাসা সাকা-মুজাহিদকে
** বিধান নেই তবুও মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** সাকার বাড়ি কিউসি রেসিডেন্সে নিস্তব্ধতা
** কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক
** অনুবাদ করে রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় পড়ে শোনানো হচ্ছে মুজাহিদ-সাকাকে
** মুজাহিদ-সাকার রিভিউ রায় কারাগারে
** কারাগারের পথে মুজাহিদ-সাকার রিভিউ রায়
** মুজাহিদ-সাকার রিভিউ রায় ট্রাইব্যুনালে
** মুজাহিদের রিভিউ রায়ও প্রকাশ
** সাকার রিভিউ রায় প্রকাশ
** বিচারপতিদের স্বাক্ষর, প্রকাশের প্রস্তুতি
** মুজাহিদ-সাকার রিভিউ রায় প্রকাশের প্রস্তুতি
** রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ
** শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** নিজেকে এখনও নির্দোষ দাবি করছেন মুজাহিদ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের
** মুজাহিদের সঙ্গে দেখা করলেন স্বজনরা
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএমএ/এজেডএস/এনএ/জেডএফ/এসজেএ/আইএ/এইচএ/এসএইচ/এএ/