ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে রাতভর অবস্থান করবে গণজাগরণ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শাহবাগে রাতভর অবস্থান করবে গণজাগরণ মঞ্চ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির দাবিতে  শুক্রবার (২০ নভেম্বর) রাতভর শাহবাগে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে গণজাগরণ মঞ্চ।

বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।



তিনি বাংলানিউজকে জানান, আমরা রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ফাঁসির রায় কার্যকর না হওয়ার পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো।

এর আগে শুক্রবার রাত ১০টা পর্যন্ত শাহবাগে অবস্থানের সিদ্ধান্ত ছিল গণজাগরণ মঞ্চের। তবে রাত সাড়ে ৯টার দিকে দুই ছেলে সাকা চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে হঠাৎ দেখা করতে আসলে আজই (শুক্রবার) ‘ফাঁসি হয়ে যাবে’ এমন ধারণা থেকে রাতভর অবস্থানের সিদ্ধান্ত নেয় গণজাগরণ মঞ্চ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগে গণজাগরণ মঞ্চে আনন্দ শ্লোগান, গান, কবিতা আবৃত্তি চলছিল।

এর আগে বিকেলে রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে শাহবাগে সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। এসময় ইমরান এইচ সরকার বলেন, জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনএইচএফ/জেডএস

** ‘জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।