ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদক উদ্ধার, ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, নভেম্বর ২০, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদক উদ্ধার, ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনশ’ বোতল মদ, দুই কেজি গাঁজা ও ৫৬ কেজি জিরা উদ্ধার করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। এছাড়া শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় চার বোতল ফেন্সিডিলসহ সবুজ মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।



শুক্রবার (২০ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে এসব মাদক ও ব্যবসায়িকে আটক করা হয়। আটক সবুজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায়।

১২ বিজিবি সূত্র জানায়, দুপুরে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় স্থানীয় আজমপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সবুজকে আটক করে।

এছাড়া কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার মো. আমিনুর রহমানের নেতৃত্বে গঙ্গানগর সীমান্ত এলাকা থেকে ৩শ’ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়াস্থ অবকাশ ট্রানজিট ক্যাম্পের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে দুই কেজি গাঁজা এবং ৫৬ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।