ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলে গেলেন পরমাণু বিজ্ঞানী সিএস করিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
চলে গেলেন পরমাণু বিজ্ঞানী সিএস করিম সিএস করিম

ঢাকা: পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল (সিএস) করিম  আর নেই (ইন্নালিল্লাহি ওয়া....রাজেউন)। মৃত্যুকালে ‍তার বয়স হয়েছিল ৬৭ বছর।



চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) রাত প্রায় পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান প্রয়াতের ভাতিজা সৈয়দ মিনহাজ।

তার একমাত্র সন্তান শাবাব করিম জানান, এক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন বাবা। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বাবাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে বাবার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

রাতে তার মরদেহ শ্যামলীর আল মারকাজুল ইসলামিক হাসপাতালের হিমঘরে রাখা হবে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে ‍জানা গেছে।

আনবিক শক্তি কমিশনের সাবেক এ চেয়ারম্যান সিএস করিম নামে পরিচিত ছিলেন। বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদস্য ছিলেন। বাংলাদেশ মেডিকেল কলেজের নির্বাহী কমিটির (ইসি) সদস্য ছিলেন তিনি।

২০০৭ সালের জানুয়ারিতে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সরকারের দায়িত্ব নিলে তাতে কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিএস করিম। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতি-নির্ধারণী বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেন সিএস করিম। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটিরও সভাপতি ছিলেন।

১৯৪৮ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে নানা বাড়িতে সিএস করিমের জন্ম। বাবা বিচারক থাকায় মাধ্যমিক পর্যন্ত তার শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন জেলায়।

বাংলাদেশ সময়:০০৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫/আপডেট: ০০৫৫ ঘণ্টা
এসএমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।